লক্ষণ :
এ রোগে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয়
এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে। পরবর্তিতে পাতা বোটার কাছে ভেঙ্গে নিচের দিকে
ঝুলে পড়ে এবং গাছ মারা যায়। কোন কোন সময় গাছ লম্বা লম্বিভাবে ফেটেও যায়। ভিতরের লক্ষণ-
ভাসকুলার বান্ডল হলদে বাদামী রং হয়।
প্রতিকার :
১. আক্রান্ত গাছগোড়া সহ উঠিয়ে পুড়ে ফেলা।
২. ফাঁকা স্থানে নতুন রোগমুক্ত চারা রোপন
করা।
৩. বাগান পরিস্কার রাখা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন
না
২. আকান্ত জমিতে অন্তত ৪ বছর কলা চাষ করবেন
না ।
পরবর্তীতে যা যা করবেন
১. চারা লাগানোর পূর্বে গর্তে ১% ফরমালিন
ও ৫০ ভাগ পানি দ্বারা ভিজিয়ে দেয়া এবং ১০-১২ দিন পর চারা রোপন করা।
২. শস্য পর্যায় অনুসরন করা।