এ রোগের আক্রমণে কলার উপর ছোট ছোট বাদামী
দাগ পড়ে।দাগগুলো পরে বড় হয় এবং কাল শক্ত গুটলির মত ক্ষত সৃষ্টি হয়। দাগের আকার ক্রমশ
বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে ।
প্রতিকার :
১. বাগান পরিস্কার রাখা।
২. সুষম সার ব্যবহার করা।
৩. বাগানে এর আগে এ রোগের ঘটনা থাকলে গাছে
কার্বেন্ডাজিম (যেমন: এমকোজিম ৫০ ডব্লিউপি) ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে
করা।