পূর্ণবয়স্ক বিটল কলা গাছের গোড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে । ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায় । ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুরে কুরে খায় ও আক্রান্ত অংম পচে যায় । আক্রমণের মাত্রা বেশী হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায়

প্রতিকার :

১. বাগান পরিস্কার রাখা।

২. আক্রান্ত গাছ গোড়াসহ তুলে নষ্ট করা ।

৩. আক্রমণ বেশি হলে দানাদার বালাইনা্শক কার্বোফুরান ৫জি বা ডায়াজিনন ৬০ইসি অনুমোদিত মাত্রায় ব্যবহার করা (১০গ্রাম/গাছ)।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

 

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না

২. এ পোকা আক্রান্ত ক্ষেত থেকে চারা সংগ্রহ না করা ।

৩. একই বাগানের বার বার কলা চাষ না করা ।

পরবর্তীতে যা যা করবেন

 

১. কলা রোপনের আগে গোড়া পরিস্কার করা ।

২. আক্রান্ত জমিতে ২-৩ বছর কলা আবাদ না করে অন্য ফসল আবাদ করা যেতে পারে।

সতর্কতা বার্তা:

 

১. বালাই নাশক প্রয়োগের পূর্বে অবশ্যই বোতলের গায়ের লেখা ভালভাবে পড়ে নিন ।

২. এলোপাথারি বালাই নাশকের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর।