লক্ষণ

পাতায় হলুদাভ সবুজদাগের মিশ্রণ থাকে, ফলন ব্যাপকভাবে কমে যায় ।

 

প্রতিকার :

১. আকান্ত গাছ দেখামাত্র গোড়াসহ তুলে পুড়ে বা পুতে ফেলা।

২. বাগানের আগাছা দমন করা।

৩. ভাইরাসের বাহক পোকা (জাবপোকাও থ্রিপস) দমনের জন্য অনুমোদিত বালাইনাশক (এসাটাফ, টিডো, এডমায়ার) প্রতি লিটার পানিতে ২ মি.লি হারে মিশিয়ে ব্যবহার করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১.সুস্ত সবল চারা রোপন করা।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।