লক্ষণ :
গাছের পাতায় বড় গোলাকার দাগ পড়ে, ফলন কমে
যেতে পারে ।
প্রতিকার
রোগাক্রান্ত পাতা বা পাতার অংশ কেটে পুড়িয়ে
ফেলা । রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ম্যানকোজেব ১৫ দিন অন্তর স্প্রে
করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন
না
পরবর্তীতে যা যা করবেন
১.কলা সংগ্রহের পর পর পাতা পুড়িয়ে ফেলা ।
২. সঠিক দূরত্বে গাছ লাগাতে হবে যেন সব গাছ
পর্যাপ্ত আলো বাতাস পায় ।