লক্ষণ
:
এ রোগের আক্রমণে গমের শীষে কালো বর্ণের প্রচুর
পরিমাণে পাউডারের মত বস্তু দেখা যায়। আক্রমণ বেশি হলে গমের দানাগুলো ঝড়ে যায় এবং শীষটি
গমশুন্য দন্ডে পরিনত হয়।
প্রতিকারঃ
১. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন:
ব্যাভিস্টিন ১গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
কৃষকের
আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন
না
পরবর্তীতে যা যা করবেন
১. রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে।
২. প্রতি কেজি গম বীজে ২.৫-৩.০ গ্রাম নোইন
বা প্রতি লিটার পানিতে ১ গ্রাম ব্যাভিস্টিন মিশিয়ে বীজ শোধন করতে হবে।
৩. ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে
ফেলতে হবে।