ক্ষতির লক্ষণ

এ রোগের আক্রমনে প্রথমে পাতার নিচে সাদা পাউডারের মত আবরন দেখা যায় যা পরবর্তী সময়ে কাল বা বাদামী রং ধারন করে। আস্তে আস্তে এ রোগ ফুল ও ফলে বিস্তার লাভ করে। এতে ফুল এবং ফল বাদামী রং ধারন করে এবং ঝড়ে পড়ে। ফলের পরিপক্ক অবস্থায় এ রোগের আক্রমন হলে ফল ফেটে যায়। ।

 

প্রতিকার :

# আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

# গাছে ফুল আসার সময় প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম সালফোলাক বা কুমুলাস মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার পাতার নীচের দিকে ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।।