ক্ষতির লক্ষণ

এ রোগের আক্রমণে ফলে কালচে দাগ পড়ে । ফল খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। ফল শুকিয়ে যায় কেখনও কখনও অনেক দাগ একত্রিত হয়ে ফল পঁচে যায়। ।

 

প্রতিকার :

# আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করা।

# টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।