ক্ষতির লক্ষণ

মাকড়ের আক্রমণে পাতাগুলো নিচের দিকে কোকড়ানো হয় । পাতার নিচে বাদামী হালকা মখমলের মত আবরণ দেখা যায় ।

 

প্রতিকার:

১. আক্রান্ত পাতাগুলি সংগ্রহ করে পুড়ে ফেলা ।

২. জৈব কীটনাশক নিমবিসিডিন (০.৪%)স্প্রে করা ।

৩. আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম থিওভিট বা রনভিট বা ২ মিলি ডেনিটল মিশিয়ে স্প্রে করা ।