লক্ষণ:
এ পোকা ফলের মাংসল অংশ খেয়ে ভিতরে ঢোকে এবং
বীজকে আক্রমণ করে। এতে ফল নষ্ট হয় এবং খাওয়ার অনুপযোগী হয়ে যায় ।
প্রতিকার:
• বাগান নিয়মিত
পরিস্কার পরিচ্ছন্ন রাখা ।
* আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা
।
* আক্রমণ বেশি হলে ২ মিলি লেবাসিড বা সুমিথিয়ন
বা ডায়াজিনন ৬০ইসি সবিক্রন বা কট ১০ ইসি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।