ক্ষতির লক্ষণ
অল্প কয়স্ক কীড়া গাছের চকচকে হালকা হলুদাভ
সবুজ কচি পাতা খেতে পছন্দ করে । কচি পাতার কিনারা থেকে শুরু করে মধ্যশিরা পর্যন্ত খেয়ে
ফেলে । কখনো কখনো পরিপক্ক পাতা খেতে শুরু, এমনকি সম্পূর্ণ গাছের পাতা খেয়ে গাছ পাতাশূণ্য
করে ফেলে ।
সমন্বিত ব্যবস্থাপনা
• যখনই দেবদারু
গাছে ডিম, কীড়া ও পুত্তলি দেখা যাবে, তখনই হাত দিয়ে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলে বা
পুড়িয়ে দিয়ে এ পোকা ধ্বংস করতে হবে ।
• আক্রান্ত দেবদারু
গাছ ঝাকি দিয়ে কীড়া সংগ্রহ করে কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মেরে এ পোকা নিয়ন্তণ
করা যায় । ৫-৭দিন অন্তর এ পদ্ধতি ব্যবহার করা দরকার, কেননা প্রথম ও দ্বিতীয় স্তরের
কীড়া সহজে পড়তে চায় না ।
• ট্রাইকোগ্রামা
ইভাসিন্স ও টেলিনোমাস স্পেসিস নামক পরজীবী পোকা প্র্রজাপতির ডিমকে আক্রমন করে ধ্বংস
করে । ক্যারপ্স ও ব্যাকিমেরিয়া প্রজাতির বোলতা এই প্রজাতির ক্যাটারপলারকে (কীড়া) পড়জীবীতার
দ্বারা মেরে ফেলে । টেরোলস স্পেসিস নামক অন্য একটি পরজীবী বোলতা প্রজাপতির পুত্তলিকে
আক্রমণ করে ধ্বংস করে ।
• আক্রমণের মাত্রা
মারাত্মক হলে সর্বশেষ ব্যবস্থা হিসেবে আক্রান্ত গাছে ডায়াজিনন ৬০ ইসি বা ফেনট্রোথিয়ন
৫০ ইসি অথবা ক্লোরপইরিফস ২০ ইসি এর যে কোন একটি ১ মিলিলিটর পানিতে মিশিয়ে স্প্রে করে
এ পোকা দমন করা যায় ।