পাতার নিচের দিকে লাল মাকড় দেখা যায়। পাতা কুঁকড়ে যায়। পানের বাজার দর কমে যায়।

এর প্রতিকার হল :

১. আক্রমণ বেশি হলে ভার্টিমেক ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন

১. বরজ ও আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২. শস্য পর্যায় অনুসরন করা।