লক্ষণ

উইপোকা পানের লতার কোন ক্ষতি করে না । এটি বরজ তৈরির উপকরণ নষ্ট করে । ফলে পানের বরজ খাড়া থাকাতে পারে না । এতে ফলন বিশেষভাবে কমে যায় ।

 

প্রতিকার

১. মুড়ি পান চাষ না করা ।

২. সেচ দিয়ে ক্ষেত ডুবিয়ে রাখা ।

৩. উইপোকার ঢিবি সনাক্ত করে রাণীকে মেরে ফেলা ।

৪. আক্রান্ত জমিতে মাটির পাতিলে পাটখড়ি ভরে পুতে রাখলে উইপোকা পাতিলে জমা হবে । পরে উইপোকা সংগ্রহ করে ধ্বংস করা ।

৫.আক্রমণ বেশী হলে আক্রান্ত স্থানে ক্লোরপাইরিফস (ডার্সবাস) ৫মিলি প্রতি লিটার পানিতে মিশয়ে স্প্রে করা ।