এ রোগের আক্রমণে পাতার আগা থেকে মরে যেতে ক্রমশঃ গোড়ার দিকে আসতে থাকে।পাতা শুকিয়ে যায়, ফুলেও দাগ দেখা যায়।

এর প্রতিকার হল:

১. আক্রান্ত পাতা অপসারণ করা।

বাগানে পানি সেচ নিয়ন্ত্রণ করে পাতা কম ভেজা রাখা।

৩. মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: পেনকোজেব ২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

 

১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. রোগের প্রাদুর্ভাব অনুমান করতে পারলে পানি সেচ নিয়ন্ত্রণ করুন।