সাদা সাদা অসংখ্য পোকা একসাথে থাকে কখনও কখনও
বিচ্ছিন্ন ভাবেও থাকে।এরা এক ধরনের আঠালো মিষ্টি রস নিঃস্বরণ করে যা খাবার জন্য পিপিলিকার
আগমন ঘটে। এর আক্রমন বেশি হলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমণ ঘটে এবং আক্রান্ত অংশ এমনকি
পুরো গাছ মরে যায় ।
এর প্রতিকার হল:
১. হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা
২. ইমিডাক্লোরোপ্রিড ১ মি.লি. / লি. হারে
পানিতে মিশিয়ে স্প্রে করা।