লক্ষণ:
আক্রান্ত গাছের মূল পাতা ও ফুলের দন্ড মাটির
কাছাকাছি স্থানে পঁচে যায়।আক্রান্ত স্থানে ছত্রাকের তুলারমত অংশ দেখা যায় । গাছ নেতিয়ে
পড়ে ও মারা যায়।
প্রতিকার :
১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা
।
২. কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার
পানি মিশিয়ে স্প্রে করা ।