এক ধরনের অজ্ঞাত পোকা দ্বারা সৃষ্ট ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে ফুলের পাপড়ী ও বৃতি পঁচিয়ে ফুল নষ্ট করে ফেলে ।

প্রতিকার :

১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।

২. কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না :

 

১. বাগানে কাজ করার সময় গাছে কোনরকম ক্ষত না করা।

পরবর্তীতে যা যা করবেন :

১. বাগান পরিস্কার রাখুন

২. সুষম সার ব্যবহার করা