লক্ষণ:
দৈর্ঘ্য ২.৫৪ সেমি, গায়ের রং সোনালী রং এর
হয় । এরা লাফিয়ে লাফিয়ে চলে । এই পোকার জীবনচক্র তিনটি স্তর থাকে । ডিম,কীড়া,ও পূর্ণবয়স্ক
।এই পোকার কীড়া ও পূর্ণবয়স্ক উভয় অবস্থায় ক্ষতি করে । এরা কেটে কেটে পাতার কিনারা ও
শিরাগুলোর ঝাঝড়া করে ফেলে । আক্রমণ বেশী হলে গাছ দুর্বল হয়ে পড়ার কারণের ফলনের ক্ষতি
হতে পারে ।
প্রতিকার:
• হাতজাল দিয়ে পোকা
ধরে মেরে ফেলা ।
*ডালপালা পুঁতে পোকা খেকো পাখী বসার ব্যবস্থা
করা ।
* শতকরা ২৫ ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে
অনুমোদিত কীটনা্শক ব্যবহার করা,কার্বোসালফান ৪০০ মিলি/একর, কুইনালফস ৬০০ মিলি/একর ব্যবহার
করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই
ব্যবস্থা নিন