পোকার ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত লার্ভা আদার গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং গাছের অভ্যন্তরীণ অংশ খায়। আক্রান্ত গাছ হলুদ হয়ে যায়। পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায়।

প্রতিকার :

 ·      আক্রান্ত গাছ সংগ্রহ এবং ধ্বংস করে ফেলতে হবে।

·         ·  অত্যধিক আক্রান্ত এলাকায় আক্রমণের শুরুতে ক্লোরট্রানিলিপ্রোল জাতীয়  কীটনাশক কোরাজেন ১৮.৫ এসসি  প্রতি লিটার পানিতে ১ মিলি হিসেবে আদা ক্ষেতে স্প্রে করতে হবে অথবা ফারটেরা ০.৪ জি বা এনফিউজ .৪৮জি  প্রতি হেক্ট্ররে ১০ কেজি হিসেবে প্রয়োগ করতে হবে।