ক্ষতির লক্ষণ :

এ রোগের আক্রমণে পাতায় সবুজাব আবরণে ঘেরা সাদাটে দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে যেতে পারে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।

 

প্রতিকার :

# সুষম সার প্রয়োগ ও পরিচর্যা করা ।

# প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাক নাশক যেমন: টিল্ট ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১২ দিন পরপর ২ বার স্প্রে করা।

# রোভরাল, ডাইথেন এম ৪৫, রিডোমিল গোল্ড এমজেড ইত্যাদি পর্যায়ক্রমে পরিবর্তন করে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না:

১. অতি ঘন করে পেঁয়াজ চাষ করবেন না

২. একই জমিতে বার বার পেঁয়াজ / রসুনের চাষ করবেন না।

পরবর্তীতে যা যা করবেন:

১. ক্ষেত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন

২.এমনভাবে পেঁয়াজের সারি এমনভাবে লাগান যাতে প্রতিটি গাছ সর্বোচ্চ আলো বাতাস পায়