লক্ষণ
অতি ক্ষুদ্র মাকড়ের আক্রমণে পেঁয়াজের পাতা কুঁকড়িয়ে
জড়িয়ে যায় এবং বাদামি রং ধারণ করে। কন্দের আকার ছোট হয়ে ফলন কম হয় ।
প্রতিকার
* আক্রান্ত গাছ সংগ্রহ করে নষ্ট করা ।
*লক্ষণ দেখা দিলে প্রতি লিটার পানিতে অনুমোদিত
মাকড়নাশক যেমন: সালফেক্স ১.৫ গ্রাম বা সানমাইট ৩ মিলি. বা ওমাইট ২ মিলি. হারে মিশিয়ে
স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না:
১. অতি ঘন করে পেঁয়াজের চাষ করবেন না
পরবর্তীতে যা যা করবেন:
১. ক্ষেত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন