লক্ষণ

এ রোগে আকান্ত হলে প্রথমে গাছ আগা থেকে মরা শুরু হয় এবং ক্রমশ তা নিচের দিকে অগ্রসর হয় এবং এক সময় প্ররো গাছ মারা যায়।

 

প্রতিকার

  • আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
  • রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি  হারে প্রপিকোনাজল গ্রুপের টিল্ট ২৫০ ইসি  বা প্রটাফ ২৫০  ইসি অথবা  ম্যানকোজেব + মেটালক্সিল গ্রুপের মেটারিল ৭২ ডব্লিউপি বা এন্টিব্লাইট ৭২ডব্লিউপি ২ গ্রাম প্রতি লিটার হারে ১০-১২ দিন অন্তর ২ বার স্প্রে করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই মরিচ খাবেন না বা বিক্রি করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা

২. সুষম সার ব্যবহার করা

৩. প্রোভেক্স  ২০০ ডব্লিউপি বা ম্যাপভেক্স ৭৫ ডব্লিউপি প্রতি কেজির জন্য ৪ গ্রাম হারে বীজ শোধন করা ।