লক্ষণ

এ রোগে আক্রান্ত গাছের পাতা হলদে হয়ে যায় এবং ফলে পানি ভেজা কলো দাগ দেখা যায় । পরে দাগগুলো বড় হয় এবং মরিচ পচে যায় ।

 

প্রতিকার

* আক্রান্ত গাছ পলি ব্যাগে সংগ্রহ করে নষ্ট করা ।

* ক্ষেত আক্রান্ত হলে আগে সুস্থ অংশে আন্ত:পরিচর্যা করে পরে আক্রান্ত অংশে করা উচিৎ ।

* পরিচর্যার সময় যেন গাছ আঘাত না পায় তা নিশ্চিত করা

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. একই জমিতে বার বার মরিচ আবাদ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা

২. সুষম সার ব্যবহার করা

৩. সোডিয়াম হাইপোক্লোরাইড ১% দ্বারা বীজ শোধন করা ।