ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। এতে পাতায় ও ফলে
দাগ দেখা যায় ।
এর প্রতিকার হল
১. রোগমুক্ত বীজ ব্যবহার করা
২. আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।
৩. বীজ লাগানোর আগে প্রোভ্যাক্স প্রতি কেজি
বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করা ।
৪. প্রপিকোনাজল ০.৫ মি.লি. / লি. হারে পানিতে
মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করা।