লক্ষণ:

এ পোকা গাছের গোড়ায় ছিদ্রকরে ভিতরে ঢুকে খেতে থাকে। গাছের মাইজ শুকিয়ে মরে যায়। ফুল আসার পর আক্রমণ করলে ফুলসহ কান্ড শুকিয়ে মারা যায়।

প্রতিকার :

১। সারিতে গাছের গোড়ায় মাটি তোলার সময় পোকা বের হলে মেরে ফেলা ।

২। কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া।

৩। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতে দেয়া।

৪। রাতে ক্ষেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা।

৫। রাসায়নিক বালাইনাশকের প্রয়োগ অর্থনৈতিকভাবে লাভজনক নয়

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. পুর্বে আলু চাষ করা হয়েছে এমন জমিতে ভুট্টা চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. উত্তমরুপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন।

২. চারা গজানোর পর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন