বৈজ্ঞানিকভাবে এটি সাউদার্ন ব্লাইট নামে পরিচিত।
এক ধরণের ছত্রাকের আক্রমণে গাছের গোড়ায় বা কান্ডে পচন ধরে এবং ছত্রাকের সাদা মাইসেলিয়া
ও সরিষার দানার মত স্কেরোশিয়া দেখা যায়। গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে । পরবর্তীতে পুরো
গাছ মারা যায়।
প্রতিকার :
* সম্ভব হলে আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংশ
করা বা পুড়ে ফেলা।
• চারা গজানোর পর
অতিরিক্তক সেচ না দেওয়া ।
• মাদার মাটিতে
ট্রাইকোডারমা ভিড়িডি ৩০ গ্রাম ৫০০ গ্রাম গোবরের সাথে মিশিয়ে ব্যবহার করা ।