লক্ষণ
:
প্রথমে পাতার নিচের দিকে লম্বা ধুসর দাগ হয় পরে তা পাতার উপরের দিকেও দৃশ্যমান হয়।
এক পর্যায়ে পাতা শুকিয়ে যায় এবং গাছ মারা যায়।
ব্যবস্থাপনা :
প্রোপিকোনাজল গ্রুপের টিল্ট ২৫০ ইসি অথবা টেবুকোনাজল গ্রুপের ফলিকুর ২৫ ইসি অথবা এজোক্সিস্টিবিন +ডাইফেনকোনাজল গ্রুপের এমিস্টার টপ ৩২.৫ ইসি ১ মি.লি./ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের যেমন: মোহর চাষ করুন।
২. ফসল কাটার পর আক্রান্ত গাছ পুড়িয়ে দিন বা অপসারণ করুন।