লক্ষণ

নাইট্রোজেন ঘাটতি হলে শালগমের পুরাতন পাতার শিরার মধ্যবর্তী অংশ হলুদ হয়ে যায়। পাতা কিনারা থেকে শুকাতে শুরু করে আস্তে আস্তে কেন্দ্রের দিকে অগ্রসর হয় ।

 

প্রতিকার

* মাটির ধরন ও ফসল বিন্যাসঅনুসারে সুষম সার প্রয়োগ করা

* মধ্যম মানের উর্বর জমির ক্ষেত্রে শতাংশ প্রতি ৬০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ নিশ্চিত করা।