ক্ষতির লক্ষণ
এ রোগের আক্রমণে আলুর গা এবড়ো থেবড়ো হয়ে যায়, দাগ পড়ে এবং আলুর গায়ে গর্তের সৃষ্টি হয়। ।
প্রতিকার :
রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার না করা।
- জমিতে শতাংশ প্রতি ১৮০ গ্রাম জিপসাম প্রয়োগ করা।
- জমিতে শেষ চাষের সময় প্রতি বিঘায় ২ কেজি স্টেবল ব্লিচিং পাউডার দেওয়া।