লক্ষণ

বয়স্ক পাতায় রোগের লক্ষণ প্রথম দেখা যায় । আক্রান্ত পাতায় উপর কাল বা বাদামী রংয়ের বৃত্তাকার দাগ পড়ে । ক্ষত স্থানটি অনেকগুলি ছোট বড় বৃত্তের সমষ্টি । পাতার মত কান্ডেও বৃত্তাকার দাগ দেখা যায় ।

 

প্রতিকার

পরিমিত ও সময়মত সুষম সার ও সেচ প্রয়োগ করা এবং আলু রোপনের ২৫-৩০ দিন পর পর প্রতিরোধ হিসেবে প্রতি লিটার পানিতে ২ গ্রাম মেনকোজেব /প্রপিনেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: ডাইথেন এম ৪৫ বা ইন্ডোফিল এম ৪৫ বা এন্ট্রাকোল ৭ দিন পর পর স্প্রে করা । 

 ধ্বসা দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যানকোজেব +মেটালেক্সিল গ্রুপের রিডোমিল গোল্ড ৬৮ ডব্লিউপি বা সান্ডেমিল ৭২ ডব্লিউপি বা মেটারিল৭২ ডব্লিউপি অথবা ম্যানকোজেব + সাইমোক্সানিল গ্রুপের সানোক্সানিল৭২ ডব্লিউপি বা মাইক্রো ৭২ ডব্লিউপি বা এক্সাটামিল ৭২ ডব্লিউপি স্প্রে করা । 

  

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

২. একই জমিতে বার বার আলু চাষ করবেন না ।



পরবর্তীতে যা যা করবেন

১. সুস্থ, সবল ও রোগ সহনশীল জাত চাষ করা ।

২. সম্ভব হলে ট্রু পটেটো সীড ব্যবহার করা বা প্রতি লিটার পানিতে ৩ গ্রাম প্রোভেক্স ২০০ ডব্লিউপি বা ম্যাপভেক্স ৭৫ ডব্লিউপি দিয়ে বীজ আলুতে স্প্রে করা।

৩. নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন।

৪. সুষম সার প্রয়োগ করুন