এ রোগ হলে গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়।

 

এর প্রতিকার হল:

১। সম্ভব হলে আক্রান্ত গাছ অপসারণ করে প্রতি লিটার পানিতে ২ গ্রাম কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাক নাশক যেমন: ব্যাভিস্টিন মিশিয়ে চারা শোধন করে লাগানো

২। গাছের আক্রান্ত অংশ তুলে ক্ষেত পরিস্কার করা ।