লক্ষণ
ভাইরাসের আক্রমণে এ রোগ হয়। এ রোগে পাতা হলুদ
যায় এবং পাতারশিরা উপ শিরাগুলো স্পস্ট হয় ও স্বচ্ছ হয় ।
প্রতিকার
* দেথামাত্র আক্রান্ত গাছ তুলে মাটির নিচে
পুতে ফেলা
* বাহক পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে
ডায়মেথোয়েট ৪০ ইসি (রগর, টাফগর, সানগর, পারফেকথিয়ন)১মিঃলিঃ এডমায়ার ১ মিঃলিঃ মেটাসিস্টক্স
১ মিঃলিঃ সবিক্রন ১মিঃলিঃ, এসাটাফ- ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করা যেতে পারে ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি
খাবেন না বা বিক্রি করবেন না
২.আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. সহনশীল জাতের চারা রোপন করুন যেমন: বারি
ঢেড়শ-১
৪. রোগমুক্ত বীজ ব্যবহার করুন