লক্ষণ:
আক্রান্ত চারার গোড়ার চারদিকে দাগ দেখা যায়
। শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় । স্যাতস্যাতে মাটি ও মাটির উপরিভাগ
শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে । রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে
বিস্তার লাভ করে ।
প্রতিকার
১. আক্রান্ত গাছ অপসারণ করা
২. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন:
ব্যাভিস্টিন ২ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে গোড়ার মাটিসহ ভিজিয়ে দেওয়া।