লক্ষণ :
এ রোগে আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট পানিভেজা
দাগ দেখা যায় আস্তে আস্তে দাগগুলো বড় হয় । অনেক দাগ একত্রিত হয়ে বড় দাগ তৈরি করে। দাগের
কিনারা গাঢ় বাদামি এবং কেন্দ্র সাদাটে হয় । পাতা ঝড়ে যায় এবং গাছ মরেও যেতে পারে
প্রতিকার :
# আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
# এটি তেমন ফলনে প্রভাব ফেলে না তাই রাসায়নিক
বালাই নাশক ব্যবহারের প্রয়োজন নেই। তবে অধিক আক্রমণের ক্ষেত্রে রিডোমিল গোল্ড এম জেড
৩ গ্রাম/ লি. হরে পানিতে মিশিয়ে স্প্রে করলে ভাল ফল পাওয়া যেতে পারে