লক্ষণ:

ক্যালসিয়ামের আভাব হলে গাছের নতুন পাতা জড়ানো থাকে গাছ সোজা হতে পারেনা ।

 

ব্যবস্থাপনা:

আম্লীয় মাটি হলে মাটিতে শতাংশ প্রতি চার কেজি ডলোচুন প্রয়োগ করুন।

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. একবার ডলোচুন প্রয়োগ করলে পরপর তিনবার ডলোচুন প্রয়োগ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন

২. মাটিতে জৈব সার প্রয়োগ করুন ।