আক্রান্ত গাছে প্রথমে কচি লাউয়ের নিচের দিকে
পঁচন দেখা দেয়। ধীরে ধীরে পুরো ফলটিই পঁচে যায় । সাধারণত আম্লীয় মাটিতে বা ক্যালসিয়ামের
অভাব আছে এমন জমিতে এ রোগ দেখা যায়।
প্রতিকার :
১. ক্ষেতে পরিমিত সেচ দেয়া ।
২. গর্ত বা পিট প্রতি ৫০ থেকে ৮০ গ্রাম জিপসাম
সার প্রয়োগ করা ।