আক্রান্ত পাতায় গায়ে হলদে থেকে বাদামী রংগের
ছোট ছোট দাগ দেখা যায়। ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগ হয় পাতায় ছড়িয়ে পড়ে
এবং পাতা পুড়ে যাওয়ার মত হয় ।
প্রতিকার :
১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা
।
২. রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি
মিশিয়ে স্প্রে করা ।