পাতা, কান্ড ও লাউয়ের গায়ে ক্ষত দেখা যায়
। গাছের পাতা শুকিয়ে যায়
প্রতিকার :
১. ক্ষেতে পানি নিস্কাষনের সুব্যবস্থা করা
।
২. রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি
মিশিয়ে স্প্রে করা ।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১। আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন
না
২। একই জমিতে পর পর বার বার কুমড়া জাতীয় ফসল
চাষ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১। ক্ষেতে সুষম সার প্রয়োগ করুন