লক্ষণ:

সাধারণত ছত্রাক আক্রান্ত ফুলকপির কার্ডে প্রথমে বাদামী রংয়ের গোলাকার দাগ দেখা যায় । পরে একাধিক দাগ মিলে বড় দাগ হয় এবং কার্ড পচে যায় । ব্যাকটেরিয়ার আক্রমণ হলে কার্ড দ্রুত পচে যায়।

 

প্রতিকার:

১. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক ১ গ্রাম/ লি. হরে পানিতে মিশিয়ে স্প্রে করা ( স্প্রে করার পর এক সপ্তাহ পর্যন্ত কপি তোলা যাবেনা ) ।