লক্ষণ :
ক্ষতিগ্রস্থ পাতায় শিরার সমান্তরালে লম্বালম্বি
দাগ পড়ে। পূর্ণ বয়স্ক ও গ্রাব দুই অবস্থায় ধানের ক্ষতি করে। ক্রীড়াগুলি পাতার দুই পর্দার
মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়। বাড়ন্ত ধানের জমিতে আক্রমন বেশী
হয়।
ব্যবস্থাপনা :
# আইল বা পার্শ্ববর্তী জায়গায় আগাছা পরিস্কার
করা।
# হাত জালের সাহায্যে বয়স্ক পোকা ধরে মাটিতে
পুঁতে ফেলা।
# আক্রান্ত ক্ষেতের পাতা ৩- ৪ সে.মি. কেটে
ধ্বংস করা।
# শতকরা ৩৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত
কীটনাশক সঠিক মাত্রায় ব্যবহার করা। যেমন: ক্লোরপাইরিফস গ্রুপের যেমন: ক্লাসিক বা পাইরিফস
বা লিথাল ২ মিলি/ লি. হারে অথবা কারটাপ গ্রুপের যেমন: কাটাপ বা কারটাপ বা ফরওয়াটাপ
কীটনাশক ১.৬ গ্রাম/ লি হারে পানিতে মিশিয়ে বিকালে স্প্রে করা।