লক্ষণ

 

প্রাথমিভাবে গাছের ৩য়-৪র্থ পাতা উপর দিক থেকে শুকাতে থাকে । মাইজ পাতা মরে যায় । মরা মাইজ টানলে সহজে উঠে আসে না । পরবর্তীকালে আক্রান্ত গাছের সব পাতাগুলো ক্রমশঃ হলুদ হয়ে শুকিয়ে যায় ।

 

প্রতিকার

আক্রান্ত গাছ মাটির নীচ থেকে পোকাসহ তুলে ধ্বংস করা ।

* সম্ভাব্য ক্ষেত্রে সেচ দিয়ে পানি কয়েক দিন ধরে রাখা ।

* পুরনো শুকানো পাতগুলো গাছ থেকে ছড়িয়ে ফেলা আগাম কর্তন অনুসরণ করা ।*

কর্তনের পর মোথাগুলো চাষ দিয়ে কোদাল দিয়ে তুলে পুড়িয়ে ধ্বংস করা ।

আক্রমণ বেশি হলে প্রতি হেক্টর জমিতে কার্বোফুরান ৫ জি ৪০ কেজি হারে প্রয়োগ করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. একই জমিতে পরপর আখ চাষ করবেন না ।

২. অধিক আক্রান্ত এলাকায় মুড়ি আখ চাষ স্থগিত রাখা ।

 

পরবর্তীতে যা যা করবেন

১. গভীরভাবে জমি চাষ করুন

২. ফ্সল চক্র অনুসরণ করা বা একই জমিতে পরপর আখ চাষ না করা ।