লক্ষণ:
গাজরের প্রধান শিকড়ের আগায় অথবা গাজরের গায়ে
শিকড়ে পচন শুরু হয় এবং ক্রমশঃ উপরের দিকে পচতে থাকে। গাজেরের গায়ে মাটি লেগে থাকেতে
যায় ।
প্রতিকার :
১. আক্রমণের শুরুতেই আক্রান্ত গাছের অংশ সংগ্রহ
করে নষ্ট করা ।
২. রোভরাল বা কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি
লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।