লক্ষণ

পটাশের ঘাটতি হলে শালগমের পুরাতন পাতার শিরার মধ্যবর্তী অংশ হলুদ হয়ে যায়। পাতা কিনারা থেকে শুকাতে শুরু করে আস্তে আস্তে কেন্দ্রের দিকে অগ্রসর হয় ।

 

প্রতিকার

* মাটির ধরন ও ফসল বিন্যাসঅনুসারে সুষম সার প্রয়োগ করা

* মধ্যম মানের উর্বর জমির ক্ষেত্রে শতাংশ প্রতি ৫০০ গ্রাম পটাশ সার প্রয়োগ নিশ্চিত করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১ একই জমিতে বার বার একই ফসল চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. মাটি পরীক্ষা করে জমিতে সার প্রয়োগ করুন

২. সুষম সার ব্যবহার করা