ক্ষতির লক্ষণ:

জমিতে আখ রোপনের পর তা গজায়না বরং পঁচে যায়। গজালেও তা টিকেনা চারা মরে যায়। রোপন করা আখ কাটলে আনারসের মত গন্ধ পাওয়া যায়।

 

ব্যবস্থাপনা :

১. আক্রান্ত গাছ জমি থেকে শিকড় সমেত তুলে ফেলুন।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না।

২. অতি ভেজা বা অতি শুকনা জমিতে ও ঠান্ডা আবহাওয়ায় আখ রোপন করবেন না।

 

পরবর্তীতে যা যা করবেন

১.অনুমোদিত রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের চাষ করতে হবে ।

২. জমিতে যথাযথ পানি নিষ্কাসনের ব্যবস্থা করতে হবে ।

৩. বীজ তলায় চারা তৈরী করে চারা মূল জমিতে রোপন করুন।

৪. প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে ব্যাভিস্টিন বা নোইন নামক ছত্রাক নাশক মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন