এ রোগ হলে ফলের নিচের দিকে সাধারণত ফাটল ধরে
ও ফল পঁচে যায় । ফলে পানি ভেজা বড় আকারের পঁচা জায়গা দেখা যায় ।
প্রতিকার:
১. ক্ষেত থেকে আক্রান্ত ফল তুলে ফেলা
২. পানি নিস্কাশনের ব্যবস্থা করা
৩. ফল যেন মাটির সংস্পর্শে না আসে সেজন্য
ফলের নিচে খড় বা পলিথিন বিছিয়ে দেয়া