লক্ষণ

 

পূর্ণ বয়স্ক ও বচ্চা উভয়ই পাতা কান্ড ও ডগার রস চুষে খায় । আক্রান্ত পাতা অসংখ্য সাদা সাদা পোকায় ঢেকে যায়। এদের আক্রমণে সুটি মোল্ড রোগের সৃষ্টি হয়

 

প্রতিকার

 

আক্রান্ত ডগা, পাতা ও ডাল দেখা মাত্রা তা সংগ্রহ করে ধ্বংস করা ।

* হাতে নেকড়া পেঁচিয়ে পিসে পোকা মেরে ফেলা

* আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ২ মিঃলি মারসাল ২০ ইসি ১মিঃলিঃ ডায়ামেথয়েট ৪০ ইসি ২মিঃলিঃ মিশিয়ে স্প্রে করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. বিলম্বে আখ চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম আখ চাষ করুন

২. উন্নত জাতের আখ বপন করুন ।