ক্ষতির লক্ষণ:

 

ইক্ষুর বয়স ৩/৪ মাস থেকেই এ রোগ দেখা দেয় । আক্রান্ত গাছের মাথা কাল চাবুকের মত কয়েক ফুট লম্বা একটা শীষ বের হয় । আক্রান্ত গাছ সাধারণতঃ খর্বাকৃতির হয়ে থাকে । কান্ড পেন্সিলের মত চিকন ও শক্ত হয় এবং বাড়তে পারে না । আক্রান্ত গাছের পাতাগুলো সরু, খাট ও খাড়া হয় এবং হালকা সবুজ র্ং ধারণ করে । সাধারণতঃ মুড়ি ইক্ষুতে এ রোগের আক্রমণ বেশি পরিলক্ষিত হয়

 

প্রতিকার :

# আক্রান্ত গাছের ঝড় শিকড় সমেত তুলে পুড়িয়ে ফেলতে হবে

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করতে হবে

 

পরবর্তীতে যা যা করবেন

১. রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে

২. আগাম চাষ করা আগাম চাষ অনুসরণ করা ।