আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায় ।

প্রতিকার :

১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।

২. পোকা দমনের জন্য কীটনাশক যেমন: ডায়াজিনন ৬০ ইসি বা ফেনট্রোথিয়ন ৫০ ইসি অথবা ক্লোরপইরিফস ২০ ইসি এর যে কোন একটি ১ মিলি/ লিটর হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।

৩. আক্রমণ মারাত্বক হলে টিল্ট ১ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।