লক্ষণ

পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ।

 

প্রতিকার

     গাছের আক্রান্ত অংশ অপসারণ করা

     প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা

     পরিস্কার পানি জোরে স্প্রে করা

     ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা ।

     হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।

     তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা ।

 ডায়াফেনথিউরোন গ্রুপের  কীটনাশক পেগাসাস ৫০ এসসি ১মি.লি./লি. হারে অথবা সপাইরোটেট্রামেট গ্রুপের মেডেনটা ১৫০ ওডি ১মি.লি./ লি. হারে ১০ দিন পর পর ২ বার স্পে করতে হবে।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম বীজ বপন করা

২. সুষম সার ব্যবহার করা