এরা ডিগ পাতার ভেতরে ও বাইরে রস চুসে খায়।
এর আক্রমন বেশি হলে পাতা হলদে হয়ে যায় এবং পরে মরে যায় । গাছে সাদা পাউডারি আস্তরণ
পড়ে।
এর প্রতিকার হল
১. আক্রান্ত গাছের বয়স্ক পাতা অপসারণ করা।
২. জমিতে সেচ দেওয়া
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. মুড়ি আখ চাষ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আশ পোকা মুক্ত বীজ দিয়ে আখ চাষ করুন
২. আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেরুন ।